আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি

 “আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি” [Al Qur’an 51:56]

বিষয়টা অনেক সহজ। আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই পড়াশোনা করার জন্য। স্কুলে যদিও পড়াশোনার বাইরে অনেক কিছুই করা হয়। খেলাধূলা, প্রতিযোগিতা, বন্ধু বানানো ইত্যাদি। কিন্তু এইসব কখনই বাচ্চাদের স্কুলে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল পড়ালেখা করা। আর ভালো রেজাল্ট নিয়ে পাশ করে বেরিয়ে আসা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে অংশ নিল কি নিল না, সেটা ফাইনাল পরীক্ষার রেজাল্টের দিন আর কোন মূল্য রাখে না।

আমাদের দুনিয়ার জীবনেও তেমনি নানা ধরনের দুনিয়াবি কাজ করতে হয়। ঐ স্কুলের খেলাধুলা, আড্ডাবাজির মতই। কিন্তু মূল উদ্দেশ্য কি এসব? মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা। শুধুই আল্লাহকে সন্তুষ্ট করা। বাকি সব সাবঅর্ডিনেট বিষয়। ঐসব কখনই আমাদের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারবেনা। এমন কিছু করা, যা আমাদের এই মূল উদ্দেশ্যকে একপাশে সরিয়ে দেয়, তা করার অনুমতি নেই। আমাদের শুধুমাত্র আল্লাহর ইবাদতকেই মূল কর্ম হিসেবে নির্দিষ্ট করে এগোতে হবে। এর বাইরে দুনিয়াবি বিষয় গুলো অর্জিত হল কি হলনা, তা কিয়ামতের ময়দানে আর মূল্য রাখবেনা। মূল্য রাখবে শুধুমাত্র একটাই বিষয়। আমরা আল্লাহর ইবাদত আসলেই সঠিক পন্থায় করেছিলাম কিনা।

কিন্তু বাস্তবে আমরা মুসলিমরা করছি উল্টো কাজ। আমরা এমনভাবেই দুনিয়ার সাথে মিশে গেছি, যেন আমাদের এই পৃথিবীতে পাঠানোর মৌলিক উদ্দেশ্য হচ্ছে দুনিয়াকে উপভোগ করা। আল্লাহর ইবাদত যেন সাবঅর্ডিনেট বিষয়। সিংহভাগ বিষয়েই আজ আমরা আল্লাহর ইবাদতকে প্রাধান্য না দিয়ে প্রাধান্য দিচ্ছি সমাজকে। সমাজ খুশি হল কিনা, সেটাই এখন মূখ্য, আল্লাহ খুশি হল কিনা, সেটা ভাবার সময় নেই।

#সংগৃহীত

No comments:

Post a Comment