PTEC Central Mosque |
Pabna Textile is our pride
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চান্সপ্রাপ্ত সবাইকে জানাই অভিনন্দন...!!
প্রতিবারের মত এবারেও ১-১০ তম মেধাক্রাম এর অধিকাংশই ৪ জন (মেরিটঃ ২,৬,৭ এবং ১০) পীটেকে চান্স পেয়েছেন।
পিটেকের আছে ১০৬ বছরের দীর্ঘ ইতিহাস !! আছে সুবিশাল প্রভাবশালী এলামনাই, আছেন অক্সফোর্ড গ্রাজুয়েট, আছেন জার্মানির সবচেয়ে প্রেস্টিজিয়াস ডাড স্কলারশিপ পাওয়া গ্রাজুয়েট, আছেন বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়া এএসপি, আছেন বিভিন্ন পাবলিক -প্রাইভেট ইউনিভার্সিটি এর শিক্ষক, আছেন বস্ত্র অধিদপ্তর এর ১ম শ্রেনীর বড় কর্মকর্তা,আছেন টেক্সটাইল ফেক্টরীর মালিক, আছেন বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রেডিং কিংবা বায়িং হাউজের মালিক, আছেন বাংলাদেশ ব্যাংকের ১ম শ্রেনীর কর্মকর্তা,আরো আছেন বাংলাদেশের ৩ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা,আছেন বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসিন জিএম, এজিওএম ও ম্যানেজিং ডিরেক্টর। Walmart, H&M, Decathlon Decathlon,Target Australia, Next সব world wide well known বায়িং হাইজের উর্ধ্বতন চাকুরীজীবী...
কি নেই এই ৭ একরের ছোট্ট ক্যাম্পাসে!!
তবে সবকিছুকে ছাপিয়ে আছে সিনিয়র জুনিয়রের ভাতৃত্ববোধ আর শিক্ষকগণের ভালোবাসা.... 💙💙💙
স্বাগতম সর্বকণিষ্ঠ এবং নব্য পিটেকিয়ানদের এই গর্বিত পিটেকে...
Collected:
No comments:
Post a Comment