Amal of Friday, শুক্রবার বা জুমার দিনের বিশেষ আমল সমূহ

 *_আদর্শ সুখী-সমৃদ্ধ ইসলামী জীবন গঠনের জন্য শুক্রবার দিনের কিছু আমল-পর্যায়ক্রমে আমরা জানব এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ_*

*শুক্রবার বা জুমার দিনের বিশেষ আমল সমূহ*                               

((( _বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত জুমাবার বা শুক্রবার_ ))) -----------------     

* _শুক্রবার দিন যোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ হয়ে থাকে। প্রথমে চার রাকাত "কাবলাল জুমা সুন্নাতে মুয়াক্কাদা,তারপর ইমাম সাহেব জুমার খুতবা দিবেন,তারপর দুই রাকাত ফরজ,তারপর চার রাকাত "বা'দাল জুমা" সুন্নাতে মুয়াক্কাদা,অতঃপর দুই রাকাত সুন্নাতে গায়রে মুয়াক্কাদা।_ (  *_সূত্র:- আহকামে জিন্দেগী_*  ) 

*ফরজ দুই রাকাতে প্রথম রাকাতে *_সূরা জুমুআ বা সূরা আ'লা এবং দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকূন বা সূরা গাশিয়া_* পড়া।


*  _বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সারাদিনই বেশি বেশি দরুদ শরিফ পাঠ করব এবং বেশি বেশি দোয়ার আমল করব_,( *_পুরুষ-মহিলা সকলে_*)

* _শুক্রবার খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরপরই সব কাজ গুছিয়ে ফেলে সকাল-সকাল জুমার নামাজের জন্য প্রস্তুতি নিব_।

( _শুক্রবারের ফজরের ফরজ নামাজে প্রথম রাকাতে_  *_সূরা আলিফ লাম মীম সিজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর_* পড়ব,*পুরুষ-মহিলা সকলে*)

 *_মেসওয়াক করব, নখ কাটব, গোফ খাটো করব,শরীরের গুপ্তঅঙ্গের লোম পরিষ্কার করব,উত্তমভাবে গোসল করব_

* _নিজ সাধ্যমত উত্তম পোশাক পরব_,

* _সুগন্ধি ও তেল ব্যবহার করব_,

* _আযানের অপেক্ষা না করে আগেভাগে মসজিদে যাব, মসজিদ বেশি দূরে না হলে পায়ে হেঁটে যাব_,

* _ইমামের কাছাকাছি গিয়ে বসব_,

* _মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ,রসুন খাবনা, ধূমপান করবনা,মসজিদে গিয়ে মুসল্লিদের টপকিয়ে সামনে যাওয়ার চেষ্টা করব না,যেখানে জায়গা পাওয়া যায় সেখানে বসে পড়ব, কাউকে উঠিয়ে তার জায়গায় বসার চেষ্টা করবনা_,

* _খুতবা চলাকালে কোনো ধরনের কথা  বলবনা,এমন কি কেউ কথা বললে তাকে থামতে বলার জন্য কথা না বলে ইশারা করব_,

* _মনোযোগ দিয়ে খুতবা শুনবো_,

* _দুই খুতবার মাঝে মনে মনে দোয়া করব_,

* _আসর এবং মাগরিব এর মাঝে বিশেষভাবে, এছাড়া এদিন সারাদিনই দোয়া কবুলের সময় তাই যখনই সম্ভব হয় দোয়ার আমল করব_। ( *_পুরুষ-মহিলা সকলে_* )

* _সূরা দুখান (বৃহস্পতিবার দিবাগত রাতে) ও সূরা কাহাফ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত যেকোনো সুবিধামতো সময়ে তেলাওয়াত করব_। ( *_পুরুষ মহিলা সকলে_* )                          

* ( _সময় সুযোগ থাকলে এবং আল্লাহপাক তৌফিক দিলে এদিন আমরা_ *_পুরুষ-মহিলা সকলে একটা অতিরিক্ত আমল করার চেষ্টা করব তা হল সালাতুত্ তাসবীহ নামাজ পড়া,(এটি বড়ই ফজিলত পূর্ণ একটি নফল নামাজ)_* _যেহেতু,এ দিন সাধারণত আমরা অবসর থাকি,অন্যদিন ব্যস্ততার কারণে পড়া হয়না_।)        

{ *_সালাতুত্ তাসবীহ নামাজের হাদিস:-_*     

সুনানে আবু দাউদ, হাদীস নং-১২৯৭,

সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৩৮৭,

সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-১২১৬,

সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৪৬৯৫}

তিরমিযি- ১/১০৬,হাদিস নং- ১২৯৯

*_আল্লাহপাক আমাদের সবাইকে জেনে বুঝে উপরোক্ত আমল করার তৌফিক দান করেন, আমিন *

***_সালাতুত্ তাসবিহ নামাজ পড়ার নিয়ম:-_*

_যথারীতি নিয়তের পরে হাত বেঁধে ছানা ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ব-_

_এরপর দাঁড়ানো অবস্থায় ১৫ বার বলব:_

سبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

{ *_উচ্চারণঃ সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার_*}

_এরপর রুকুতে যাব এবং রুকুর তাসবিহ পড়ার পর উক্ত দুআটি ১০ বার পড়ব।_ 

_এরপর রুকু থেকে দাঁড়িয়ে ১০ বার_ 

_এরপর ১ম সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর ১০ বার,_ 

_সিজদা থেকে উঠে বসে ১০ বার,_ 

_দ্বিতীয় সেজদায় তাসবির পরে ১০ বার,

_এরপর ২য় সিজদা থেকে উঠে বসে ১০ বার_ 

এবং এরপর দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলা ব্যতীত উঠে দাঁড়াব।এ হলো প্রতি রাকাতে ৭৫ বার। বাকি তিন রাকাতেও অনুরূপ করব।_ 

_মনে রাখব, দ্বিতীয় রাকাতে তাশাহ্হুদ পড়ার জন্য তখন বসব তখন আগে উক্ত তাসবীহ ১০ বার পড়ব তারপর তাশাহ্হুদ পড়ব। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠব। অতঃপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে উক্ত তাসবীহ পাঠ করব। এবং শেষ বৈঠকেও তাশাহুদ পড়ার আগেই ১০ বার তাসবিহ পড়ে নেব।_

*_কোন এক স্থানে উক্ত তাসবীহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকনেই স্মরণ আসুক সেখানে তথাকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলোও আদায় করে নিব। আর এই নামাযে কোন কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হলে সেই সাজদা এবং তার মধ্যকার বৈঠকে উক্ত তাসবীহ পাঠ করতে হবে না।_ 

 *_বিঃ দ্রঃ_* 

_তাসবীহের সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলের কর গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে স্মরণ রাখা যেতে পারে।_

*সালাতুত্ তাসবীহ পড়ার আরো একটি নিয়ম রয়েছে। তবে উপরোল্লিখিত নিয়মটি উত্তম।_ 

*_সূত্র:- আহকামে জিন্দেগী_*)

Collected: Muslim Bari

Kaba Sharif


No comments:

Post a Comment