কুরআনে বর্ণিত ১০ টি গুরুত্বপূর্ণ ইস্তিগফার, Important

 কুরআনে বর্ণিত ১০ টি গুরুত্বপূর্ণ ইস্তিগফার: 

নামাজের সিজদায় এগুলো দু‘আ হিসেবে পড়া যাবে; তিলাওয়াতের উদ্দেশ্যে পড়া যাবে না

.

❑ প্রথম ইস্তিগফার: 

.

যখন মুসা (আ.) কিবতি বংশীয় লোকটিকে আঘাত করেন এবং অনিচ্ছা সত্ত্বেও সে নিহত হয়ে যায়, তখন তিনি এই দু‘আটি (ইস্তিগফারটি) করেন এবং আল্লাহ্ তাঁকে ক্ষমা করে দেন।

.

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ

.

অর্থ: (হে আমার) রব! নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। [সুরা ক্বাসাস, আয়াত: ১৬]

.

❑ দ্বিতীয় ইস্তিগফার: 

.

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

.

অর্থ: হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। [সুরা আলে ইমরান, আয়াত: ১৬]

.

❑ তৃতীয় ইস্তিগফার: (ইস্তিগফারের শ্রেষ্ঠ বাক্যগুলোর মাঝে এটি অন্যতম)

.

আদম (আ.) ও মা হাওয়া যখন শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে ভুল করে বসেন, তখন তাঁরা এই দু‘আ (ইসতিগফার) করেন এবং আল্লাহ তাঁদের দু‘আ কবুল করেন। 

.

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

.

‘‘হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাবো।’’ [সুরা আল আ‘রাফ, আয়াত: ২৩]

.

❑ চতুর্থ ইস্তিগফার:

.

মুসলিম জাতির পিতা ইবরাহিম (আ.)-এর চমৎকার দু‘আ (ইস্তিগফার)। এর মাধ্যমে একই সাথে নিজের জন্য, বাবা-মার জন্য এবং সকল জীবিত ও মৃত ঈমানদারের জন্য দু‘আ করা যায়।

.

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ 

.

‘‘হে আমাদের রর! যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতা-মাতাকে এবং ঈমানদারদের ক্ষমা করে দিয়েন।’’ [সুরা ইবরাহিম, আয়াত: ৪১]

.

❑ পঞ্চম ইস্তিগফার: 

.

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

.

‘‘হে আমার রব! (আমাকে) মাফ করুন এবং (আমার উপর) রহম করুন; আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’’ [সুরা আল মুমিনুন, আয়াত: ১১৮]

.

❑ ষষ্ঠ ইস্তিগফার:

.

سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ

‘‘আমরা (আপনার বিধান) শুনলাম এবং মেনে নিলাম। হে আমাদের রব! আমাদের ক্ষমা করুন। আপনার কাছেই তো (আমাদের) ফিরে যেতে হবে।’’ [সুরা আল বাকারাহ, আয়াত: ২৮৫]

.

❑ সপ্তম ইস্তিগফার:

.

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ 

.

‘‘হে আমাদের রব! আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকেও ক্ষমা করুন।’’ [সুরা হাশর, আয়াত: ১০]

.

❑ অষ্টম ইস্তিগফার: 

.

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ 

.

‘‘হে আমাদের রব! আমাদের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আমাদের কাজের মধ্যে যেসব বাড়াবাড়ি হয়েছে, তা মাফ করে দিন। আমাদের পদযুগল অবিচল রাখুন এবং ক!ফিরদের মোকাবেলায় আমাদের সাহায্য করুন।’’ [সুরা আলে ইমরান, আয়াত: ১৪৭]

.

❑ নবম ইস্তিগফার:

.

رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا.

.

‘‘হে আমাদের রব! যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই, সে বোঝা আমাদের উপর চাপিয়ে দিয়েন না। আমাদের প্রতি কোমল হোন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন।’’ [সুরা আল বাকারাহ, আয়াত: ২৮৬]

.

❑ দশম ইস্তিগফার: (এই ইস্তিগফারের ভাষা ও আবেদন খুবই হৃদয়গ্রাহী; অগ্রাধিকারযোগ্য)

.

رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِيْ لِلْإِيْمَانِ أَنْ آمِنُوْا بِرَبِّكُمْ فَآمَنَّا

.

‘‘হে আমাদের রব! আমরা একজন আহবানকারীকে ঈমানের প্রতি (এই) আহবান করতে শুনেছি (জেনেছি) যে, তোমাদের রবের প্রতি ঈমান আনো; তাই আমরা ঈমান এনেছি। 

.

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ 

.

হে আমাদের রব! অতএব, আমাদের গুনাহগুলো মাফ করুন, আমাদের দোষ-ত্রুটিগুলো দূর করে দিন এবং সৎকর্মশীল লোকদের সাথে আমাদের মৃত্যু দান করুন।’’ [সুরা আলে ইমরান, আয়াত: ১৯৩]

.

[কুরআন কারিমের উচ্চারণ অন্য ভাষায় লিখা বৈধ নয়। অনেক আলেম স্পষ্টভাবে এই কাজকে হারাম বলেছেন। কারণ হুবহু উচ্চারণ লিখা যায় না, ফলে ভুল উচ্চারণের মাধ্যমে অর্থ বিকৃত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এমনকি বিকৃতির কারণে অনেক সময় কুফরি কথাও বলা হয়ে যায়। তাই, আমরা কুরআনের আয়াতের উচ্চারণ দিইনি। যারা কুরআন পড়তে পারেন, তাদেরকে এই দু‘আগুলো দেখান এবং তাদের থেকে শিখে নিন। তাও কঠিন হলে ইউটিউবে সুরা এবং আয়াত নং লিখে সার্চ দিয়ে তিলাওয়াত শুনে নিন। যেমন: Surah al Baqarah 286, তখন বিভিন্ন ক্বারির তিলাওয়াত 

______________


(প্রতিনিয়ত ঈমান আমল সংক্রান্ত দ্বীনি এরকম ভিন্ন ভিন্ন উপকারী পোস্ট পেতে নিচের লিংকে জয়েন থাকুন।)


--------------


( মৃত্যু...❌


মৃত্যু আসিতেছে...❌

যেকোনো সময়...❌ 

যেকোনো জায়গায়...❌ 

যেকোনো অবস্থায়...❌ 

আমাকে থামিয়ে দিবে...❌


অথবা

আমার প্রিয়জনকে আমার থেকে কেড়ে নিবে...❌ 


আমি কি তৈরি...❓ 


আসুন আল্লাহকে ভয় করি... মৃত্যুকে স্মরণ রেখে পথ চলি... সুন্নতি জীবন গড়ি... )


--------------

Qatar World Cup-2022,Bani of Hadith

Qatar World Cup-2022

Qatar places Prophet Muhammad’s sayings in murals in English and Arabic to introduce Islam to incoming World Cup fans.


 #qatar #worldcup2022 #maskura

#sirajbd


Rasul( Sm) Quoat

#qatar #maskurachemicals

ঘুমানোর সুন্নাহ সমূহ:-Sunnat's of Sleeping.

 ●ঘুমানোর সুন্নাহ সমূহ:-

১·ইশার সালাতের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা

করা,যাতে তাহাজ্জুদের জন্য উঠা সহজ হয়।

(বুখারী হা: নং-৫৪৭)

২·ওজু করে শয়ন করা। (বুখারী হা: নং-৬৩১১)

৩·শয়নের পূর্বে বিছানা ভালভাবে ঝেড়ে নেয়া।

(বুখারী হা: নং-৬৩২০)

৪·শয়নের পূর্বে পরিহিত কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড়

পরিধান করা। (আল মাদখাল, ৩/১৬২ )

৫·শয়নের পূর্বে বিসমিল্লাহ পড়ে নিম্নের কাজগুলো করা-


ক·দরজা বন্ধ করা।

খ. পানি ও অন্যান্য খাদ্যদ্রব্যের পাত্র ঢেকে রাখা। ঢাকার

জন্য কোন বস্তু না পাওয়া গেলে বিসমিল্লাহ পড়ে কোন

একটি লাঠি বা কোন ছড়ি রেখে দেয়া।

গ. বাতি নিভানো। (বুখারী হাঃ নং-৫৬২৩-২৪)


৬·ঘুমানোর পূর্বে তিনবার করে সুরমা লাগানো।

(মুস্তাদরিক হাঃ নং-৮২৪৯)

এটা নবী সাঃ করতেন , তাই এটা সুন্নাত , তাছাড়া দিনের

বেলায় চোখে ধূলা বালু পড়ে থাকলে তা চোখে সুরমা

ব্যবহারের দ্বারা বাহির হয়ে যায় আর সুরমা চোখের জ্যুতি

বৃদ্ধিতে সাহায্য করে, ইহা রোগ প্রতিরোধক।

৭·ঘুমানো পূর্বে কিছু পরিমান কুরআন তিলাওয়াত করা---

বিশেষ করে সূরা ফাতিহা,সূরা কাফিরূন, আয়াতুল কুরছি,

আমানার রাসূল থেকে সূরা বাকারার শেষ পর্যন্ত,সূরা

মূলক,আলিফ লাম মীম সাজদাহ ইত্যাদি তিলাওয়াত

করা।এত কিছু তিলাওয়াত করতে না পারলে কমপক্ষে ২/৩

টি ছোট ছোট সূরা পড়া।

(তাবরানী কাবীর, হা: নং-২১৯৫) (আল আদাবুল মুফরাদ

হা: নং-১২০৯) (বুখারী হা: নং-২৩৭৫)

৮. ঘুমানোর পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পড়া এবং তাসবিহে

ফাতিমী পাঠ করা অর্থাৎ-৩৩ বার ছুবহানাল্লাহ, ৩৩

আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার বলা।

(বুখারী হা: নং-৩১১৩)

৯. সূরা ইখলাস,সূরা ফালাক সূরা নাছ প্রত্যেকটা একবার

করে পড়ে হাতে ফুঁ দিয়ে যতটুকু সম্ভব মাথাথেকে পা

পর্যন্তসমস্তশরীরে হাত মুছে দেয়া।

এভাবে তিনবার এমন করা। (বুখারী হা: নং-৫০১৭)

১০. ঘুমানোর সময় ডান কাতে কিবলামূখী হয়ে শোয়া। উপুর

হয়ে শোয়া নিষেধ কারণ এভাবে শয়ন করাকে আল্লাহ

ত‘য়ালা পছন্দ করেন না। (বুখারী হাঃ নং-৬৩১৪)

১১· ঘুমানোর পূর্বে তিনবার নিম্নের ইস্তেগফার পড়া:

اَسْتَغْفِرُ اللهَ الَّذِيْ لَاْ اِلَهَ اِلّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْكَ

(তিরমিযী হা: নং-৩৩৯৭)

১২·এই দু‘য়াটি পড়া

اَلَّلهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَ اَحْىَ

(বুখারী হা: নং-৬৩১৪)

১৩·শয়ন করার পর ভয়ে ঘুম না আসলে এই দু‘য়া পড়া

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَ عِقَابِهِ وَ شَرِّ عِبَادِهِ وَ مِنْ هَمَزَاتِ الشَّيْطَانِ وَ اَنْ يَحْضُرُوْنَ

(তিরমিযী হা: নং-৩৫২৮)

১৪·স্বপ্নে ভয়ংকর কিছু দেখে ঘুম ভেঙ্গে চক্ষু খুলে গেলে

তিনবার

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

পড়ে বাম দিকে থুথু ফেলে পার্শপরিবর্তন করে শোয়া। অতপর নিম্নোক্ত দু‘য়াটি পড়লে আর ক্ষতির কোন আশংকা থাকে না:

اَلَّلهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنْ شَرِّ هَذِهِ الرُّؤْيَا

(মুসলিম শরীফ হা:নং-২২৬২) --------------


--------------


Executive /Sr. Executive – (Sales, Textile Chemicals Dept.)

 We are hiring Executive /Sr. Executive – (Sales, Textile Chemicals Dept.) (Reputed International  Trading Company)

Education: 

• Bachelor of Science, B.Sc. in textile is preferable from any reputed University.


Experience Requirements

• 1 to 2 year(s)

• The applicants should have Good experience on chemicals properties & chemical sector.

•    Marketing capability & own convince capacity.


Salary: Negotiable.

Others benefit as per company rules.


Please send your CV to HR department in below email,  

 Maskura  Limited.

Email : hr@maskura.com , maskurachemicals@gmail.com

Last date of application deadline: 05/11/2022

Note: Please attached subject line,  your cv & cover letter in professional way.

Urgent Hiring

#maskura #maskurachemicals

#maskurajobs #maskuracareer

আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি

 “আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি” [Al Qur’an 51:56]

বিষয়টা অনেক সহজ। আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই পড়াশোনা করার জন্য। স্কুলে যদিও পড়াশোনার বাইরে অনেক কিছুই করা হয়। খেলাধূলা, প্রতিযোগিতা, বন্ধু বানানো ইত্যাদি। কিন্তু এইসব কখনই বাচ্চাদের স্কুলে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল পড়ালেখা করা। আর ভালো রেজাল্ট নিয়ে পাশ করে বেরিয়ে আসা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে অংশ নিল কি নিল না, সেটা ফাইনাল পরীক্ষার রেজাল্টের দিন আর কোন মূল্য রাখে না।

আমাদের দুনিয়ার জীবনেও তেমনি নানা ধরনের দুনিয়াবি কাজ করতে হয়। ঐ স্কুলের খেলাধুলা, আড্ডাবাজির মতই। কিন্তু মূল উদ্দেশ্য কি এসব? মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা। শুধুই আল্লাহকে সন্তুষ্ট করা। বাকি সব সাবঅর্ডিনেট বিষয়। ঐসব কখনই আমাদের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারবেনা। এমন কিছু করা, যা আমাদের এই মূল উদ্দেশ্যকে একপাশে সরিয়ে দেয়, তা করার অনুমতি নেই। আমাদের শুধুমাত্র আল্লাহর ইবাদতকেই মূল কর্ম হিসেবে নির্দিষ্ট করে এগোতে হবে। এর বাইরে দুনিয়াবি বিষয় গুলো অর্জিত হল কি হলনা, তা কিয়ামতের ময়দানে আর মূল্য রাখবেনা। মূল্য রাখবে শুধুমাত্র একটাই বিষয়। আমরা আল্লাহর ইবাদত আসলেই সঠিক পন্থায় করেছিলাম কিনা।

কিন্তু বাস্তবে আমরা মুসলিমরা করছি উল্টো কাজ। আমরা এমনভাবেই দুনিয়ার সাথে মিশে গেছি, যেন আমাদের এই পৃথিবীতে পাঠানোর মৌলিক উদ্দেশ্য হচ্ছে দুনিয়াকে উপভোগ করা। আল্লাহর ইবাদত যেন সাবঅর্ডিনেট বিষয়। সিংহভাগ বিষয়েই আজ আমরা আল্লাহর ইবাদতকে প্রাধান্য না দিয়ে প্রাধান্য দিচ্ছি সমাজকে। সমাজ খুশি হল কিনা, সেটাই এখন মূখ্য, আল্লাহ খুশি হল কিনা, সেটা ভাবার সময় নেই।

#সংগৃহীত

Will ghusl be wajib if a man masturbates without discharge ?

 

Title: Will ghusl be wajib if a man masturbates without discharge

Question: A man masturbates without semen discharge from penis. Does he need ghusl, does he need wudhu, can he make imam of his wife in salah, does his masturbation without semen discharge break his fast? He was given fatwa that انما الماء من الماء. But he insists he wants fatwa from Deoband.

Answer ID: 152908

Bismillah hir-Rahman nir-Rahim !

(Fatwa: 1343/1247/H=11/1438)

 

If nothing like madhi or semen was discharged then neither wudhu was broken nor fast. However, this act (masturbation) is an abhorrent and sinful act. It also causes lots fatal and unbearable diseases.

 

Note: The answer is correct. It is not valid to appoint the wife as imam for salah.

Allah (Subhana Wa Ta'ala) knows Best

Darul Ifta,

Darul Uloom Deoband, India

Can we pray with the clothes that we had sexual Intercourse?

 

Title: Can we pray with the clothes that we had sexual Intercourse?

Question: If we had sexual intercourse with an abaya and hijab can we pray with that clothes after? Should we wash them or we can’t wear them at all for offer salah?

Answer ID: 185079

Bismillah hir-Rahman nir-Rahim !

(Fatwa: 677/365/D/Mulhaqa=8/1443)

 

If the clothes are clean and no impurity is smeared, then it is lawful to offer salah in those clothes.

Allah (Subhana Wa Ta'ala) knows Best

Darul Ifta,

Darul Uloom Deoband, India